বর্ণবাদ ও মুসলিম-বিদ্বেষ ফ্রান্সে রেকর্ড মাত্রায় বেড়েছে
বর্ণবাদ ও মুসলিম-বিদ্বেষ ফ্রান্সে রেকর্ড মাত্রায় বেড়েছে
ফ্রান্সে বর্ণবাদী ও বিদেশিদের অভিবাসন বিরোধী মনোভাব লক্ষণীয় মাত্রায় বাড়ছে এবং চলতি বছরে অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। দেশটির বার্ষিক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
কৃষ্ণাঙ্গদের সংগঠন সিএআরএন বা ক্রান জানিয়েছে, ফ্রান্সে বর্ণবাদী মনোভাব বেড়ে যাওয়ার ব্যাপারে দেশটির সরকারের মানবাধিকার কমিশন যে পরিসংখ্যান দিয়েছে তা খুবই উদ্বেগজনক।
ওই প্রতিবেদনে এসেছে, ফ্রান্সে ২০১৩ সালে পরিচালিত জনমত জরিপে ৩৫ শতাংশেরও বেশি নাগরিক স্বীকার করেছেন, তারা বর্ণবাদী চিন্তাধারা পোষণ করেন। আগের বছরের তুলনায় এই হার ২৯ শতাংশ বেশি। দেশটির ১,০০০ ব্যক্তির ওপর পরিচালিত সমীক্ষায় দেখা গেছে তাদের মধ্যে ৯০ জন পুরোপুরি বর্ণবাদী এবং ২৬০ জন মোটামুটি বর্ণবাদী মনোভাব পোষণ করেন।
ফ্রান্সে মুসলমানরাই সবচেয়ে বেশি বর্ণবাদী বৈষম্যের শিকার। দেশটির জনমত জরিপে অংশগ্রহণকারীদের ৮৭ শতাংশ বলেছেন, তারা মুসলমানদের ফরাসি সমাজের সদস্য বলে মনে করেন না।
ওই বার্ষিক প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফ্রান্সে একটানা চার বছর ধরে বর্ণবাদী অসহিষ্ণুতা বাড়ছে এবং দেশটির ১৬ শতাংশ মানুষ তাদের দেশে বিদেশিদের আসার ব্যাপারে উদ্বিগ্ন। জরিপে উত্তরদাতাদের দুই-তৃতীয়াংশই বলেছেন, হিজাব ও ইসলামি পোশাক ফ্রান্সের জন্য সমস্যা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন