তাসনিম আসলাম: ইরানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান
তাসনিম আসলাম: ইরানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় পাকিস্তান
তাসনিম আসলাম
প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায় পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তার দেশের এ আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “তেহরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি সহযোগিতা শক্তিশালী করতে চায় ইসলামাবাদ।”
দু’দেশের মধ্যকার বর্তমান সম্পর্কের কথা উল্লেখ করে তাসনিম বলেন, বর্তমানে ইরান ও পাকিস্তানের মধ্যে বহুমুখী সম্পর্ক ও সহযোগিতা রয়েছে। এ সহযোগিতা আরো বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অচিরেই তেহরান সফর করবেন। তিনি জানান, পাক প্রধানমন্ত্রী ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং দু’দেশের কর্মকর্তারা এ সফরের তারিখ চূড়ান্ত করার কাজে ব্যস্ত রয়েছেন। ২০১৪ সালের প্রথমার্ধেই (আগামী জুনের মধ্যে) এ সফর অনুষ্ঠিত হবে বলে তাসনিম আসলাম আশা প্রকাশ করেন।
২০১৩ সালের ১৯ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ডি৮ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতে পাক প্রধানমন্ত্রী শরীফ বলেন, ইরানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তার দেশ। শরীফের মতে, এ সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান এবং নিজ নিজ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন