তালেবানের দুই গ্রুপের সংঘর্ষে পাকিস্তানে অন্তত ৩০ জন নিহত
তালেবানের দুই গ্রুপের সংঘর্ষে পাকিস্তানে অন্তত ৩০ জন নিহত
সশস্ত্র তালেবান (ফাইল ছবি)
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি-অধ্যুষিত এলাকায় তালেবানের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বহু লোক নিহত হয়েছে।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, শুধুমাত্র শুক্রবারের আন্তঃসংঘর্ষে অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল ও দত্তখেল এলাকায় তিনটি আলাদা সংঘর্ষে এসব জঙ্গি নিহত হয়। এ নিয়ে গত কয়েকদিনে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র আন্তঃকোন্দলে অন্তত ৩০ জনের প্রাণহানি হলো।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, টিটিপি’র দু’টি গ্রুপ ভারী অস্ত্রসস্ত্র ও গোলাবারুদে সজ্জিত হয়ে পরস্পরের আস্তানায় হামলা চালালে এসব প্রাণহানি হয়। পাকিস্তান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনার পক্ষ ও বিপক্ষ গ্রুপের মধ্যে এসব সংঘর্ষ হয়।
মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তালেবানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের অবসান ঘটিয়ে পাকিস্তানে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ নেন শরীফ। তালেবান পাকিস্তানে বর্তমান প্রশাসনিক ব্যবস্থা ভেঙে দিয়ে দেশটিতে ওহাবি আইন চালু করার দাবি জানাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন