পাকিস্থানের ইসলামাবাদের কাঁচাবাজারে বোমা বিস্ফোরণ
পাকিস্থানের ইসলামাবাদের কাঁচাবাজারে বোমা বিস্ফোরণ
হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি কাঁচাবাজারে শক্তিশালী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত ও অপর প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। ইসলামাবাদের সবজি মান্ডি এলাকার মেট্রো শপিং সেন্টারের কাছে আজ (বুধবার) সকালে এ হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছে, একটি ফলের কার্টুনের ভেতর বোমাটি পেতে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। দূর নিয়ন্ত্রণের সাহায্যে পাঁচ কেজি ওজনের বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ফলের কার্টুনটি পাঞ্জাব প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদে আনা হয়েছিল।
সকালের ব্যস্ত সময় যখন শ্রমিকরা ফলের কার্টুনগুলো সরাচ্ছিলেন এবং ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত ছিলেন ঠিক তখনই এটির বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল ঘিরে রেখে পুলিশ সম্ভাব্য হামলাকারীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এরইমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালের মুখপাত্র আয়েশা ইসানি জানিয়েছেন, তাদের হাসপাতালে ২২ জনের লাশ ও আহত ৫০ ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি ট্রেনে বোমা হামলার একদিনের কম সময়ের মধ্যে ইসলামাবাদের নিরীহ মানুষের ওপর হামলা চালানো হলো। মঙ্গলবারের ওই বিস্ফোরণে ১৪ জন নিহত ও ৪০ জন আহত হয়। বিস্ফোরণের পর ট্রেনের কয়েকটি বগিতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে বেশিরভাগ যাত্রীর মৃত্যু হয়েছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাজার বলেছেন, বেশিরভাগ মৃতদেহ পুড়ে অঙ্গার হয়ে গেছে।
এসব হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি দায়ী বলে মনে করছে পাকিস্তানের পুলিশ। সরকারের সঙ্গে যখন টিটিপি শান্তি আলোচনা চালাচ্ছে তখন এসব বর্বরোচিত হামলা চালাল সন্ত্রাসীরা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন