তেহরান আদালতকে দিয়ে সম্পদ চুরির কানাডীয় প্রচেষ্টা প্রত্যাখ্যান করল

তেহরান আদালতকে দিয়ে সম্পদ চুরির কানাডীয় প্রচেষ্টা প্রত্যাখ্যান করল

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড,
কানাডার রাজধানী অটোয়ার ইরান দূতাবাস (ফাইল ছবি)
ইরানের ৭০ লাখ ডলারের সম্পদ আটক করার যে রায় কানাডার একটি আদালত দিয়েছে তেহরান তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে, আদালতে এই মামলার শুনানি সংক্রান্ত কোনো তথ্য আগে তেহরানকে জানানো হয়নি; কাজেই এই রায় সম্পূর্ণ অবৈধ।

ইরান ‘কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে’ অর্থসাহায্য দেয় বলে অভিযোগ তুলে কানাডার ওন্টারিও শহরের একটি আদালত সম্প্রতি ইরানের ৭০ লাখ ডলারের অর্থ ও সম্পদ আটকের নির্দেশ দিয়েছে।

এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম শনিবার বলেছেন, “এই মামলায় কানাডার সরকার জড়িত থাকায় এটি স্ফটিকের মতো পরিষ্কার হয়ে গেছে যে, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ রায় দিয়েছে আদালত। কাজেই এর কোনো আইনি ভিত্তি নেই।” কূটনৈতিক সম্পদ রক্ষা করার যে আন্তর্জাতিক আইন রয়েছে তার প্রতি সম্মান দেখানোর জন্য তিনি অটোয়া সরকারের প্রতি আহ্বান জানান। আফখাম বলেন, কানাডা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে আন্তর্জাতিক আদালতের স্মরণাপন্ন হতে বাধ্য হবে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার ইরান সব সময় সব ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে এসেছে। তিনি সন্ত্রাসবাদের ব্যাপারে কানাডাসহ সব পশ্চিমা দেশের দ্বিমুখী আচরণের নিন্দা জানিয়ে বলেন, তাদের এ দ্বৈত আচরণ সন্ত্রাসবাদ নির্মূলের পরিবর্তে তার বিস্তৃতি ঘটাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন