জাপান সাগরে উত্তর কোরিয়া আরো ১৬ টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো

জাপান সাগরে উত্তর কোরিয়া আরো ১৬ টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড,
মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া আরো ১৬ টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল থেকে জাপান সাগরে এইসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং।

আজ (রোববার) স্থানীয় সময় ভোররাত একটা থেকে আড়াইটার মধ্যে এইসব পরীক্ষা চালানো হয় বলে দেশটির একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন। এই ক্ষেপণাস্ত্রগুলোকে রকেট হিসেবে উল্লেখ করে তিনি জানান যে সেগুলোর পাল্লা ছিল প্রায় ৬০ কিলোমিটার বা ৩৭ মাইল।

পিয়ংইয়ং গতকালও জাপান সাগরে ৩০ টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকা এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘উস্কানিমূলক’ বলে উল্লেখ করে তা বন্ধ করার দাবি জানানো সত্ত্বেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ বার্ষিক সামরিক মহড়ার বিরুদ্ধে ক্ষোভ দেখানোর জন্যই উত্তর কোরিয়া এইসব ক্ষেপণাস্ত্রের মহড়া চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। এই মহড়া আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এবং এতে অংশ নিয়েছে ১২ হাজার ৭০০ মার্কিন সেনা। উত্তর কোরিয়ার আরো বেশি সংখ্যক সেনা এই মহড়ায় যোগ দিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন