আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ১৭ ছাত্রের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি সাজা
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ১৭ ছাত্রের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি সাজা
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ১৭ জন ছাত্রের প্রত্যেককে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে সংঘাত সৃষ্টি, জনগণের সম্পত্তি বিনষ্ট, গাড়িতে আগুন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। ১৪ বছরের কারাদণ্ড দেয়া ছাড়াও প্রত্যেককে ১৩ হাজার ডলার করে জরিমানা করেছে আদালত।
ধারণা করা হচ্ছে, কারাদণ্ডপ্রাপ্ত ছাত্ররা ইখওয়ানুল মুসলিমিন ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থক। ২০১৩ সালের মে মাসে সরকারবিরোধী বিক্ষোভে তারা অংশ নিয়েছিলেন। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিষাক্ত খাদ্য খেয়ে কয়েকশ’ ছাত্র অসুস্থ হওয়ার পর ওই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ছাত্র বিক্ষোভে অংশ নেয়ার দায়ে আদালত দীর্ঘ মেয়াদি শাস্তির রায় দেয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। দুই দিন আগে মিশরের কয়েকটি শহরে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে।
মিশরের ইতিহাসে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে জোরপূর্বক সরিয়ে দিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই দেশটিতে বিক্ষোভ ও সহিংসতা বেড়ে গেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন