ফ্রান্সের প্রতি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাতে ইউরোপের আহ্বান
ফ্রান্সের প্রতি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠাতে ইউরোপের আহ্বান
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মোতায়েনের জন্য পর্যাপ্ত সেনা পাঠাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ওঁলাদ। তিনি বলেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মোতায়েনের জন্য পাঁচশ’ সেনা প্রয়োজন কিন্তু বর্তমানে ৩৭৫ জন সেনা রয়েছে; কাজেই দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ইউরোপের যে সব দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সেনা পাঠানোর আভাস বা প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকে সোমবারের মধ্যে তা পাঠানোর আহ্বান জানান তিনি। ইউরোপের বিশ্বাসযোগ্যতা ধরে রাখার জন্য এ সেনা পাঠানো দরকার বলে উল্লেখ করেন তিনি।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতার ফলে দেশটির বেশিরভাগ মুসলমানই দেশটির পশ্চিমাঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে খবর পাওয়া গেছে। ফরাসি সেনা উপস্থিতি সত্ত্বেও দেশটিতে মুসলমানদের রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন