তুর্কি সরকার টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল
তুর্কি সরকার টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল
সামাজিক যোগাযোগের ওয়েব সাইট টু্ইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। দুর্নীতির খবর প্রকাশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হবে বলে প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান হুমকি দেয়ার পরই এ ব্যবস্থা নেয়া হলো।
তুরস্কের টুইটারের ব্যবহারকারীরা শুক্রবার জানিয়েছেন, তারা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছেন না। টুইটারে ঢুকতে গেলেই তুরস্কের টেলিফোন ও ইন্টারনেট নিয়ন্ত্রণকারী সংস্থা- টিআইবি'র একটি বিবৃতি দেখতে পাচ্ছেন তারা। এ বিবৃতিতে বলা হয়েছে, আদালতের চারটি নির্দেশের ভিত্তিতে টুইটার বন্ধ রাখা হয়েছে।
এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া জানিয়েছে, সরকারের দৃষ্টিতে বেআইনি বিবেচিত কিছু কিছু লিংক সরাতে অস্বীকার করার পরিপ্রেক্ষিতে কারিগরিভাবে টুইটারে প্রবেশ ব্লক করে দেয়া হয়েছে।
তুরস্কের টেলিকম্যুনিকেশন নজরদারি কাজে নিয়োজিত সংস্থা ‘বিটিকে’ও টুইটার ব্লক দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অবশ্য তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল এ নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করেছেন।
তুরস্কে বর্তমানে প্রায় এক কোটি টুইটার ব্যবহারকারী রয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন