চীন এবার নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ দেখার দাবি করল
চীন এবার নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ দেখার দাবি করল
মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামউদ্দিন হোসাইন বলেছেন, রহস্যজনকভাবে নিখোঁজ বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে উপগ্রহ থেকে গৃহীত চিত্রের ভিত্তিতে কুয়ালালামপুরকে অবহিত করেছে চীন। নতুন করে নেয়া এ সব আলোকচিত্রে ২২.৫ মিটার দৈর্ঘ্য ও ১৩ মিটার প্রস্থের একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে।
তিনি আরো জানিয়েছেন, চীন এরইমধ্যে ওই অঞ্চলে তাদের উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে।
অস্ট্রেলিয়া এ জাতীয় ধ্বংসাবশেষ দেখতে পেয়েছে বলে গত বৃহস্পতিবার যে ঘোষণা দিয়েছিল সে স্থান থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নতুন এই বস্তুর দেখা মিলেছে। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ খোঁজে তল্লাশি অভিযান তৃতীয় সপ্তাহে পা দেয়ার পর নতুন এ বস্তু পাওয়ার খবর দেয়া হলো।
গত ৮ মার্চ ২৩৯ আরোহীসহ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী বোয়িং ৭৭৭ বিমানটি উড্ডয়নের এক ঘণ্টা পরে নিখোঁজ হয়ে যায়। ভালো আবহাওয়া থাকা সত্ত্বেও কন্ট্রোল প্যানেল থেকে কোনো বিপদ সংকেত না পাঠিয়েই বিমান নিখোঁজ হয়ে যাওয়ায় ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন