আদালত থাইল্যান্ডের নির্বাচন বাতিল করল

আদালত থাইল্যান্ডের নির্বাচন বাতিল করল

আদালত থাইল্যান্ডের নির্বাচন বাতিল করল

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড,
থাইল্যান্ডের সাংবিধানিক আদালত গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দেশটির সংসদ নির্বাচন বাতিল করে দিয়েছে। এর মধ্য দিয়ে দেশটি গভীর রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়ল।

আদালতের রায়ে বলা হয়েছে, সমগ্র থাইল্যান্ডে একই দিনে ওই সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় দেশটির সংবিধানের ধারাকে লঙ্ঘন করা হয়েছে। আদালতের মুখপাত্র শুক্রবার জানান, বিচারকদের মধ্যে ৬ জন রায়ের পক্ষে এবং ৩ জন বিপক্ষে ভোট দিয়েছেন।

আদালতের রায়ের ফলে নতুন করে নির্বাচন আহ্বান করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অবশ্য নতুন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার বিরোধী বিক্ষোভকারীরা গত পাঁচ মাস ধরে রাজধানী ব্যাংককের সরকারি দফতরসমূহ বন্ধ করে দিয়েছে এবং মাঝে মাঝে তারা গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলো অবরোধ করেছে। ইংলাক সিনাওয়াত্রার পতনের দাবিতে তারা এ আন্দোলন করছে। রাজনৈতিক সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২৩ নিহত ও শত শত ব্যক্তি আহত হয়েছে।

সাংবিধানিক আদালতের রায়ের ফলে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। অবশ্য থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সিন বুনপ্রাকং বলেছেন, আদালতের এ জাতীয় রায় আংশিকভাবে প্রত্যাশা করা হচ্ছিল। আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ করার অবকাশ সৃষ্টির লক্ষ্যেই বিরোধীরা সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি। ইংলাক ক্ষমতায় থাকবেন বলে উল্লেখ করে তিনি আরো বলেন, আদালতে এ রায় ভবিষ্যতে থাইল্যান্ডকে কোথায় নিয়ে যাবে তা জানা নেই।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন