পাকিস্তানে বাহরাইনি রাজা খালিফা’র সফরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
পাকিস্তানে বাহরাইনি রাজা খালিফা’র সফরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
হামাদ আলে খলিফা ও নওয়াজ শরীফ
বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা বিন সালমান আলে খালিফার পাকিস্তান সফরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বাহরাইনে সরকারবিরোধীদের ওপর হত্যা-নির্যাতনের নিন্দা জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়েছেন।
তারা বলেছেন, খুনি রাজার পাকিস্তান সফর মেনে নেয়া যায় না। বাহরাইনের রাজা যে মানুষ হত্যা করে মানবাধিকার লংঘন করে চলেছেন, সে কথাও পাকিস্তান সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন তারা। বাহরাইনের সঙ্গে সম্পর্ক জোরদার না করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। পাকিস্তান সফরকালে কয়েকটি চুক্তিতে সই করেছেন বাহরাইনের রাজা।
২০১১ সালের ফেব্রুয়ারি থেকে বাহরাইনের রাজতান্ত্রিক সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে গণআন্দোলন চলছে। গণআন্দোলন দমনের জন্য সেখানে সৌদি সেনা মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশদেরকেও ওই কাজে ব্যবহার করা হচ্ছে। বাহরাইনের সেন্টার ফর হিউম্যান রাইটস (বিসিএইচআর) বলেছে, পাকিস্তানের যেসব নিরাপত্তাকর্মীকে বাহরাইনে নিয়োগ দেয়া হয়েছে,তারা বিক্ষোভকারীদের সঙ্গে কঠোর আচরণ করছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন