সোনিয়া গান্ধীর পাসপোর্টের কপি চাইল মার্কিন আদালত

সোনিয়া গান্ধীর পাসপোর্টের কপি চাইল মার্কিন আদালত

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,
১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাসপোর্টের একটি প্রতিলিপি জমা দেয়ার নির্দেশ দিয়েছে একটি মার্কিন আদালত। আগামী ৭ এপ্রিলের মধ্যে এটি জমা দিতে হবে।

আমেরিকায় না থাকার কারণে ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গা সম্পর্কিত মানবাধিকার আইন ভঙ্গের মামলায় সমনের জবাব দিতে পারেননি বলে নিউ ইয়র্কের ব্রুকলুন আদালতে একটি আবেদন করেন সোনিয়া গান্ধী।

তবে, ম্যানহাটন ফেডারেল আদালতের বিচারক জানান, ওই সময় সোনিয়া গান্ধী আমেরিকা ছিলেন কি না, সে বিষয়ে তিনি এখনও পর্যন্ত যথেষ্ট তথ্য-প্রমাণপত্র দেননি। তাই তাকে পাসপোর্টের একটি প্রতিলিপি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শিখ ফর জাস্টিস সংগঠনের পক্ষ থেকে সোনিয়ার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তাতে দাবি করা হয়েছে, ৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টার-এ চিকিৎসার জন্য সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন। তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাই তাঁর বিরু‌দ্ধে মামলা করা হয়।

মামলায় সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আর্থিক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ দাবি করে সংগঠনটি। তাদের অভিযোগ, শিখ বিরোধী দাঙ্গার পেছনে কংগ্রেসের কমল নাথ, সজ্জন কুমার, জগদীশ তিতলার ভূমিকা থাকা সত্ত্বেও সোনিয়া গান্ধী তাদের রক্ষা করছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন