উত্তর কোরিয়া ৩০ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল
উত্তর কোরিয়া ৩০ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল
উত্তর কোরিয়া আজ স্বল্প পাল্লার ৩০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়া আজ ভোরে পূর্ব উপকূল থেকে জাপান সাগরে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আঘাত হেনেছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া।
গত এক মাসে এ নিয়ে ছয় ধাপে বহু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া এ ধরনের ততপরতা বন্ধের আহ্বান জানালেও সেটাকে গুরুত্ব দিচ্ছে না উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এ ধরনের ততপরতাকে উস্কানিমূলক ও বিপদজনক হিসেবে আখ্যায়িত করেছে। আমেরিকার দৃষ্টিতেও এ ধরনের পরীক্ষা কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে।
এদিকে,দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে আগামী ২৭ মার্চ থেকে যৌথ সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে আমেরিকা। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার ওই যৌথ মহড়া আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে। এ মহড়ায় অংশ নেবে দশ হাজার মার্কিন সেনা।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন