সিরিয়া নির্ধারিত সময়েই সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করবে
সিরিয়া নির্ধারিত সময়েই সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করবে
জাতিসংঘ এবং ওপিসিডাব্লিউ'র যৌথ মিশনের প্রধান
জাতিসংঘের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সিরিয়া সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করবে বলে ঘোষণা করেছে জাতিসংঘ। জাতিসংঘ এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা- ওপিসিডাব্লিউ’র যৌথ মিশনের প্রধান সিগরিদ কাগ আজ (শুক্রবার) বলেছেন, আগামী এক মাসের মধ্যেই বাকী রাসায়নিক অস্ত্র সিরিয়ার বাইরে পাঠাতে পারবে দেশটির সরকার। সিরিয়া যে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সেটা বাস্তবসম্মত ও কার্যকরি বলে মন্তব্য করেছেন তিনি।
গত ১৯ মার্চ ওপিসিডাব্লিউ এক ঘোষণায় বলেছে, প্রাণঘাতী মাস্টার্ড গ্যাসসহ রাসায়িনক অস্ত্রের প্রায় অর্ধেকই সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে সিরিয় সরকার। গত সপ্তাহেও বন্দর নগরী লাটাকিয়া থেকে নরওয়ে ও ডেনমার্কের জাহাজে করে রাসায়নিক অস্ত্র সিরিয়ার বাইরে পাঠানো হয়েছে। এসব অস্ত্র সিরিয়ার বাইরে নিয়ে ধ্বংস করা হচ্ছে।
প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংসের কথা রয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন