ভিয়েনায় প্রথম দিনের আলোচনায়
ভিয়েনায় প্রথম দিনের আলোচনায়
সমঝোতায় পৌঁছার চেষ্টা চলছে
ইরান ও ছয় জাতিগোষ্ঠী তাদের পরমাণু আলোচনায় একটি অভিন্ন সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে প্রথমদিনের পরমাণু আলোচনা শেষে তিনি একথা জানান।
মঙ্গলবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, প্রথমদিনের আলোচনা ছিল ‘দীর্ঘ এবং আন্তরিক’। আরাকচি বলেন, মঙ্গলবার তিনটি মূল বিষয়ে আলোচনা হয়েছে এবং বুধবারের জন্য চতুর্থ বিষয়টি রেখে দেয়া হয়েছে।
ইরানের অন্যতম প্রধান পরমাণু আলোচক বলেন, এবারের আলোচনায় মূলত দৃষ্টিভঙ্গি বিনিময় করছে দু’পক্ষ। এর মাধ্যমে আমরা একটি যৌথ সমঝোতায় পৌঁছার চেষ্টা করছি এবং এরপরই একটি লিখিত চুক্তির দিকে যাব আমরা।
মঙ্গলবার মূল আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান হেলগা শ্মিডের সঙ্গে বৈঠক করেন আরাকচি। ওই বৈঠকে চলমান বৈঠকের আলোচ্যসূচি নিয়ে সমঝোতা হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন