মিশরে আবারও ২ সেনা কর্মকর্তা নিহত মিশরে আবারও সেনা হত্যার ঘটনা ঘটেছে। আজ (বুধবার) রাজধানী কায়রোর উত্তরে অবস্থিত ‘আল-কানাতির আল-খাইরিয়া’ শহরে গেরিলাদের আস্তানায় নিরাপত্তা বাহিনীর এক অভিযান চলাকালে সংঘর্ষে দুই সেনা অফিসার প্রাণ হারিয়েছে। এর আগে গত ১৫
মিশরে আবারও ২ সেনা কর্মকর্তা নিহত
মিশরে আবারও সেনা হত্যার ঘটনা ঘটেছে। আজ (বুধবার) রাজধানী কায়রোর উত্তরে অবস্থিত ‘আল-কানাতির আল-খাইরিয়া’ শহরে গেরিলাদের আস্তানায় নিরাপত্তা বাহিনীর এক অভিযান চলাকালে সংঘর্ষে দুই সেনা অফিসার প্রাণ হারিয়েছে।
এর আগে গত ১৫ মার্চ শুবরা আল-খেইমা এলাকায় সেনাবাহিনীর এক চেকপয়েন্টে অস্ত্রধারীদের হামলায় ছয় সেনা নিহত হয়। এরপর একটি অখ্যাত সংগঠন ওই হামলার দায় স্বীকার করে। ইসলামপন্থীদের ওপর সরকারি বাহিনীর হত্যা-নির্যাতনের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে সংগঠনটি দাবি করেছে।
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকদের ওপর সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত এক হাজার ৪০০ জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে। মিশরের সেনাবাহিনীর ওপর গেরিলাদের হামলা নতুন কোন বিষয় না হলেও এর আগে এসব হামলা সিনাই উপত্যকার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। কিন্তু সম্প্রতি রাজধানী কায়রোসহ আরো কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর গেরিলা হামলা শুরু হয়েছে।
মিশর সরকার এসব সন্ত্রাসী হামলার সঙ্গে ইখওয়ানুল মুসলিমিন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে। তবে ইখওয়ানুল মুসলিমিন সব সময় এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন