মারা গেছেন মোস্ট ওয়ান্টেড চেচেন গেরিলা নেতা দকু উমারভ

মারা গেছেন মোস্ট ওয়ান্টেড চেচেন গেরিলা নেতা দকু উমারভ

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,
রাশিয়ার রাজধানী মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে বোমা হামলার দায়িত্ব স্বীকারকারী চেচেন গেরিলা নেতা দকু উমারভ মারা গেছেন।

ইসলামপন্থী গেরিলাদের প্রতি সহানুভূতিশীল 'কাভকাজ সেন্টার' তাদেরওয়েবসাইটে এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ইসলামিক গ্রুপ অব ককেশাস ইমিরেটসের আমির দকু উমারভ 'শহীদ' হয়েছেন। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু সেখানে বলা হয়নি। এর আগে ওয়েবসাইটটিতে স্বাভাবিক কারণে মৃত্যুবরণকারী চেচেন গেরিলাদেরকেও ‘শহীদ’ আখ্যা দেয়া হয়েছে। ফলে এটি স্পষ্ট নয় যে, দোকু উমারভের স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি তিনি নিহত হয়েছেন।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষের একজন মুখপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ বলছে, তিনি উমারভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারছেন না।

কাভকাজ সেন্টার ওয়েবসাইটের টুইটার বার্তায় জানানো হয়েছে,দকু উমারভের মৃত্যুর পর আলী আবু মুখাম্মাদ ককেশাস অঞ্চলে নতুন আমির মনোনীত হয়েছেন।

রাশিয়ার 'বিন লাদেন' বলে পরিচিত দকু উমারভ ২০১১ সালের ৮ ফেব্রুয়ারি মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেন। রাশিয়ার বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে বোমা হামলার জন্য রাশিয়ান সেনাবাহিনী তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল এবং তিনি রাশিয়ান সেনাবাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন।

অবশ্য রুশ কর্তৃপক্ষ বেশ কয়েকবার দকু উমারভকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিল। আর সেসব দাবির কয়েক দিন পরই তিনি ভিডিওবার্তা নিয়ে হাজির হতেন। দকু উমারভ উত্তর ককেশাসকে স্বাধীন ইসলামী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলন চালিয়ে আসছিলেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন