দখলদার ইসরাইল আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে
দখলদার ইসরাইল আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে
সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। ইসরাইলি সেনাসূত্র আজ (বুধবার) জানিয়েছে, গতরাতে গোলান মালভূমির কাছাকাছি এলাকায় সিরিয়ার সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। গোলান মালভূমি এখনও ইহুদিবাদী ইসরাইলের দখলে রয়েছে।
গোলান মালভূমিতে এক বিস্ফোরণে চার ইসরাইলি সেনা আহত হওয়ার কয়েক ঘন্টা পরই জঙ্গি বিমানের সাহায্যে সিরিয়ার সেনা-অবস্থানে হামলা চালানো হয় বলে জানা গেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গোলান মালভূমিতে লেবাননের হিজবুল্লাহর লোকজন সক্রিয় রয়েছে।
গত ৫ মার্চেও সিরিয়ার ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। সিরিয়ার সরকার জানিয়েছে, সেদিন আল-হামিদিয়া ও আল-হুররিয়া গ্রামের একটি স্কুল ও একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরাইল। এর ফলে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সাত সদস্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। সিরিয়ার সরকারবিরোধী গেরিলাদের প্রতি ব্যাপক সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। আহত বিদ্রোহীদেরকে গোলান মালভূমিতে অস্থায়ীভাবে স্থাপিত ইসরাইলি হাসপাতালে চিকিৎসাও দেয়া হচ্ছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন