সাদা পোশাকধারীরা ইউক্রেনের নৌ সদর দফতর দখল করেছে
সাদা পোশাকধারীরা ইউক্রেনের নৌ সদর দফতর দখল করেছে
সাদা পোশাকধারীরা ঢোকার পর ঘাঁটিটি থেকে বেরিয়ে যাচ্ছেন ইউক্রেনের এক সেনা
ক্রিমিয়ার সমূদ্রবন্দর সেভাস্তোপোলে অবস্থিত ইউক্রেনের নৌ সদর দফতর দখল করে নিয়েছে সাদা পোশাকের রুশপন্থী প্রায় ২০০ ব্যক্তি। ইউক্রেনের নৌ মুখপাত্র আজ (বুধবার) এ কথা জানিয়েছেন।
এদিকে এ সব ব্যক্তি ঢোকার পর ঘাঁটিটির একটি প্রবেশ মুখে তিনটি রুশ পতাকা উড়তে দেখা গেছে।
ইউক্রেনের নৌ মুখপাত্র জানান, এসব মানুষ ঘাঁটিতে প্রবেশের সময়ে কোনো সহিংসতা হয়নি এবং তারা ক্রিমিয়ার প্রতিরক্ষা ইউনিটের সদস্য বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন থেকে রাশিয়ায় যোগ দেয়ার বিষয়ে ক্রিমিয়াকে সহায়তার জন্য এ ইউনিট গঠন করা হয়েছে এবং ইউনিটের বেশিরভাগ সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
গত কয়েক সপ্তাহ ধরে সেভাস্তোপোলের এ ঘাঁটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য ঘাঁটিটির সব অস্ত্র-শস্ত্র নাগালের বাইরে সরিয়ে ফেলা হয়েছে।
সাদা পোশাকধারী ব্যক্তিদের এ ঘাঁটিতে ঢুকে পড়ার কারণ উল্লেখ করতে গিয়ে ওই মুখপাত্র জানান, ইউক্রেনের সেনাদের আত্মরক্ষার্থে গুলি চালানো নির্দেশ দেয়ার পর তারা ওই নৌ ঘাঁটিতে প্রবেশ করেছে। গতকাল রুশপন্থী বন্দুকধারীদের গুলিতে ইউক্রেনের এক সেনা নিহত হওয়ার পর ওই নির্দেশ দেয়া হয়। তবে আজ বুধবার একটি গুলিও চলেনি বলে তিনি জানান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন