ক্রিমিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা
ক্রিমিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইহোর তেনিউখ
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীকে ক্রিমিয়ায় ঢুকতে দেয়া হবে না বলে ঘোষণা করেছেন উপদ্বীপের আঞ্চলিক প্রধানমন্ত্রী সের্গেই আকসিওনভ। ইউক্রেনের ওই দুই মন্ত্রী জরুরি ভিত্তিতে ক্রিমিয়া সফরের কর্মসূচি ঘোষণা করার পর এ ঘোষণা দিলেন আকসিওনভ।
তিনি আজ বুধবার মস্কোয় বলেছেন, “তাদের জন্য ক্রিমিয়ায় কেউ অপেক্ষা করছে না। তাদেরকে কেউ ক্রিমিয়ায় ঢুকতে দেবে না এবং তাদেরকে ফেরত পাঠানো হবে।”
এর আগে ক্রিমিয়া রাশিয়ায় একীভূত হয়ে যাওয়ার জন্য মস্কোর সঙ্গে চুক্তি সই করার পর ইউক্রেন সরকার ঘোষণা করেছিল, দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইহোর তেনিউখ ও উপ-প্রধানমন্ত্রী ওই প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভূক্ত করা সত্ত্বেও ওই উপদ্বীপ থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করা হবে না বলে হুমকি দিয়েছেন তেনিউখ। আজ বুধবার কিয়েভে অন্তর্বর্তী মন্ত্রিসভার এক বৈঠকের অবকাশে তিনি এ হুমকি দেন। ক্রিমিয়া থেকে ইউক্রেন সেনা প্রত্যাহার করবে কি-না এমন প্রশ্নের উত্তরের তেনিউখ বলেন, “না, আমরা (সেখানে) অবস্থান করবো।”
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন