ইসরাইলি হামলায় সিরিয়ায় সৈন্য নিহত
ইসরাইলি হামলায় সিরিয়ায় সৈন্য নিহত
সিরিয়ার কুনেইত্রা এলাকায় রাতের অন্ধকারে হামলা চালায় ইসরাইলি সেনারা
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী পাল্টা হুমকি দিয়ে বলেছে, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে।
সিরিয়ার সেনাবাহিনী আজ বুধবার এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের “এই মরিয়া পদক্ষেপ... এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপদাপন্ন করবে।” সিরিয়ার কুনেইত্রা এলাকার একটি সেনা ঘাঁটিতে এ হামলা চালিয়েছে তেল আবিব। হামলায় এক সেনা শহীদ ও অপর সাতজন আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে দখলদার ইসরাইল জানিয়েছিল, তাদের বিমানবাহিনী মঙ্গলবার রাতে সিরিয়ার কয়েকটি সেনা অবস্থানে বোমাবর্ষণ করেছে।
সিরিয়ায় গত প্রায় তিন বছর ধরে সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের মদদে সরকার বিরোধী সহিংসতা চলছে। ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পৃষ্ঠপোষকতার কারণেই মূলত দেশটিতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে পশ্চিমারা। আর এ কাজে পাশ্চাত্যকে সাহায্য করছে তাদের সেবাদাস আরব সরকারগুলো।
সিরিয়ার সেনাবাহিনীর বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, “বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সাফল্য থেকে দৃষ্টি ঘোরাতেই এ হামলা চালিয়েছে ইসরাইল। বিশেষ করে ইয়াবরুদে সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্যকে মেনে নিতে পারছে না তেল আবিব।” গত রোববার লেবাননের সীমান্তবর্তী কৌশলগত ইয়াবরুদ পুনর্দখল করে সিরিয়ার সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়, সেনা অভিযানে পর্যদুস্ত সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা করতে ইহুদিবাদী সেনারা এ হামলা চালিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন