ইরানি আলোচক দল ভিয়েনায়
ইরানি আলোচক দল ভিয়েনায়
সোমবারের বৈঠকে নেতৃত্ব দেন আরাকচি (বামে) ও শ্মিড
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের নতুন করে পরমাণু আলোচনার বিষয়বস্তু নিয়ে মতৈক্যে পৌঁছেছে দু’পক্ষ। এ আলোচনা শুরু করার ইরানের প্রতিনিধিদল সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছেছে।
এবারের বৈঠকের আলোচ্যসূচি নিয়ে সোমবার রাতে অনুষ্ঠিত আলোচনায় ইরানের আলোচক দলের নেতৃত্ব দেন উপ-পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষস্থানীয় পরমাণু আলোচক আব্বাস আরাকচি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ-প্রধান হেলগা শ্মিড ছয় জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আজ মঙ্গলবার আরো পরে ইরানের নতুন করে পরমাণু আলোচনা শুরু হবে। গত বছরের নভেম্বরে স্বাক্ষরিত অন্তর্বর্তী পরমাণু চুক্তিকে স্থায়ী রূপ দেয়ার লক্ষ্যে এ বৈঠকে বসতে যাচ্ছে দু’পক্ষ। আগামীকাল বুধবার পর্যন্ত এ বৈঠকে চলবে বলে মনে করা হচ্ছে।
আজকের বৈঠক শুরু করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাশ্টোন। এরপর তাদের উপপ্রধানরা আলোচনা চালিয়ে নেবেন।
সোমবার ভিয়েনার উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে জাওয়াদ জারিফ বলেন, এবারের আলোচনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও আরাক ভারী পানির চুল্লি নিয়ে মূলত আলোচনা হবে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনায় সব পক্ষ একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন