পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শিগগিরই ইরান সফরে আসছেন
পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শিগগিরই ইরান সফরে আসছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ খুব শিগগিরই ইরান সফরে আসবেন বলে জানিয়েছেন দেশটির একজন পদস্থ কর্মকর্তা। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ এ খবর জানিয়ে বলেছেন, শরীফের আসন্ন সফরের তারিখ নির্ধারণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে তেহরান ও ইসলামাবাদ।
২০১৩ সালের ১৯ ডিসেম্বর ইসলামাবাদে ডিএইটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে পাক প্রধানমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, ইরানসহ প্রতিবেশী প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার নীতি নিয়েছে ইসলামাবাদ। এ সম্পর্ক হবে পরস্পরের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে উন্নতি ঘটানো হবে।
এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান সব রকম সহায়তা করবে বলেও প্রধানমন্ত্রী শরীফ আশ্বাস দেন। সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে তেহরান-ইসলামাবাদ সম্পর্ক শক্তিশালী করতে তার দেশের আগ্রহের কথা জানান।
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন