তৃণমূল কংগ্রেস চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল

তৃণমূল কংগ্রেস চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল

তৃণমূল কংগ্রেস চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,
মুকুল রায়
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চতুর্থ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।
আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে অসম, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ রাজ্যের মোট আটটি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। উত্তরপ্রদেশের মোরাদাবাদে প্রার্থী হচ্ছেন সাবেক বিচারপতি ইসরাত হাশিম কুদ্দুস । তিনি দীর্ঘদিন উড়িষ্যা, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন।
অসমের বরপেটা থেকে প্রার্থী হচ্ছেন, ড. পারভেজ আহমেদ। তিনি তিনি সাবেক প্রেসিডেন্ট ফকিরুদ্দিন আহমেদের ছেলে। শিলচর থেকে প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য ওয়াজিদ রাজা ওসমানী। গুয়াহাটি থেকে বিজু পুকান। তেজপুর থেকে প্রার্থী হচ্ছেন গোপিচাদ সাহাবাদী। ডিব্রুগড় থেকে নবজ্যোতি কলিতা এবং নওগাঁ থেকে প্রার্থী হচ্ছেন দীপক বেরা।
এছাড়া, ঝাড়খণ্ডের গিরিডি থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে আশুতোষ ভর্মাকে।
এর আগে গত ৫ মার্চ এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের সবগুলোতে প্রার্থী দেয় তৃণমূল। এর মধ্যে তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রার্থী হয়েছেন ১২ জন। ৪২ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী ১১ জন।
১৩ মার্চ দ্বিতীয় দফায় ৩০ প্রার্থীর দ্বিতীয় তালিকাও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। এই তালিকায় অসম, অরুণাচল প্রদেশ,বিহার, ঝাড়খণ্ড, কেরালা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লির প্রার্থীদের নাম রয়েছে।
পরদিন  লোকসভা নির্বাচনের জন্য আরও দুটি আসন ঘোষণা করে  তৃণমূল। শুক্রবার এক  সংবাদ সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় সিকিম ও আন্দামান নিকোবরের প্রার্থার নাম ঘোষণা করেন। একইসঙ্গে আগের প্রার্থী তালিকায় দু'টি আসনে যে পরিবর্তন হয়েছে সে বিষয়েও ঘোষণা করেন তিনি।
আগামী ৭ এপ্রিল থেকে ভারতে শুরু হবে ১৬তম লোকসভা নির্বাচন। শেষ ১২ মে। ফল প্রকাশ করা হবে ১৬ মে। পশ্চিমবঙ্গে ভোট হবে ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং ১২ মে।
সূত্র: রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন