ট্রেন ৪০ কিলোমিটার ঠেলে নিয়ে গেল নিহত ব্যক্তির লাশ
ট্রেন ৪০ কিলোমিটার ঠেলে নিয়ে গেল নিহত ব্যক্তির লাশ
ফ্রান্সের একটি টিজিভি ট্রেন (ফাইল ছবি)
ফ্রান্সের উচ্চ-গতিসম্পন্ন একটি ট্রেন একজন সাইকেল আরোহীর লাশ ৪০ কিলোমিটার দূরে ঠেলে নিয়ে গেছে। ট্রেনটির ধাক্কায় ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি নিহত হয় এবং চালকের অজান্তেই ট্রেনের ইঞ্জিনের সামনে লাশটি আটকে যায়।
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় বেলফোর্ট শহরের কাছে পেটিট-ক্রয়িক্স গ্রামের একটি লেভেল ক্রসিংয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা দেয় উচ্চ-গতিসম্পন্ন টিজিভি ট্রেন। তবে এটি দুর্ঘটনা না-কি আত্মহত্যা তা জানাতে পারেনি পুলিশ এবং ফ্রান্সের জাতীয় রেল কোম্পানি- এসএনসিএফ
হতভাগ্য ব্যক্তির দুমড়ে-মুচড়ে যাওয়া সাইকেলটি ওই রেল ক্রসিংয়ে পড়ে থাকলেও তার লাশ ট্রেন-ইঞ্জিনের সামনে আটকে যায়। এটি আরো ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে মালহাউজ স্টেশনে পৌঁছার পর অন্যান্য যাত্রী ও রেলকর্মীরা বিষয়টি উপলব্ধি এবং লাশটি উদ্ধার করে।
এসএনসিএফ- এর একজন মুখপাত্র বলেন, “লাশটি ট্রেনের সামনে ডানদিকে গেঁথে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়। চালক এটিকে দেখতে পাননি।” তিনি এ ধরনের ঘটনাকে ‘তুলনামূলক নজিরবিহীন’ বলে উল্লেখ করেন। ফ্রান্সের টিজিভি ট্রেন নিয়মিত ঘন্টায় ৩২২ কিলোমিটার গতিতে চলাচল করে।
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন