রাশিয়া ক্রিমিয়াকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিলো

রাশিয়া ক্রিমিয়াকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিলো

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,
ডিক্রিতে সই করছেন প্রেসিডেন্ট পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে একটি ‘স্বাধীন ও সার্বভৌম’ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সোমবার শেষবেলায় এক ডিক্রি জারি করে প্রেসিডেন্ট পুতিন এ স্বীকৃতি দেন। তার এ ঘোষণা সোমবার মস্কোর স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় জারি করার সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে।
রোববার ইউক্রেনের স্বায়ত্বশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়ার জনগণ ইউক্রেন থেকে আলাদা হয়ে রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে হ্যা ভোট দেয়ার পর পুতিন এ ডিক্রি জারি করলেন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ক্রিমিয়ার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে প্রজাতন্ত্রটিকে স্বাধীন দেশের মর্যাদা দিয়েছেন।
গণভোটে ৯৭% মানুষ রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে ভোট দেয়ার পর সোমবার বিকেলে ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ওই প্রজাতন্ত্রের একতরফা স্বাধীনতা ঘোষণা করে।
ক্রিমিয়ার গণভোট নিয়ে শীতল যুদ্ধের পর প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে টানাপড়েন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার ক্রিমিয়ার পার্লামেন্ট স্বাধীনতার ঘোষণা দেয়ার পরপরই ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠকে বসে রাশিয়ার শীর্ষস্থানীয় অন্তত ২১ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এ ছাড়া, মার্কিন সরকার আলাদাভাবে রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের কয়েকজন রুশপন্থী নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।
ক্রিমিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডিক্রি জারি করার পর রাশিয়ার প্রেসিডেন্ট এখন মঙ্গলবার দেশটির পার্লামেন্টের দু’কক্ষেই ভাষণ দেবেন। এ ভাষণে ক্রিমিয়া পরিস্থিতির পাশাপাশি শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তাদের ওপর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কে আলোকপাত করবেন বলে মনে করা হচ্ছে।

সূত্র: রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন