রাশিয়া গোটা আমেরিকাকে নিমেষেই ছাই করে দিতে পারে

রাশিয়া গোটা আমেরিকাকে নিমেষেই ছাই করে দিতে পারে

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,
তথ্য-প্রমাণ তুলে ধরে নিজের বক্তব্য ব্যাখ্যা করছেন কিসলিয়ভ
রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক দিমিত্রি কিসলিয়ভ বলেছেন, আমেরিকাকে যেকোনো মুহূর্তে রেডিওঅ্যাকটিভ ছাইয়ে পরিণত করতে পারে রাশিয়া। ইউক্রেন সংকট নিয়ে যখন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে তীব্র টানাপড়েন চলছে তখন এ সতর্কবাণী উচ্চারণ করলেন তিনি।
রোসিয়া-১ টেলিভিশন চ্যানেলের উপস্থাপক কিসলিয়ভ সোমবার উপযুক্ত তথ্য-প্রমাণ তুলে ধরে বলেন, “রাশিয়া হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে কিনা সত্যিকার অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রকে রেডিওঅ্যাকটিভ ভস্মে পরিণত করতে পারে।”
যুক্তরাষ্ট্রের জনগণই পুতিনকে ওবামার চেয়ে শক্তিমান নেতা বলে মনে করে উল্লেখ করে এই রুশ সাংবাদিক প্রশ্ন করেন, “(মার্কিন প্রেসিডেন্ট বারাক) ওবামা কেন বারবার (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনকে ফোন করে ঘন্টার পর ঘন্টা কথা বলেন?”
ইউক্রেনের স্বশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়ার পক্ষ থেকে সোমবার একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে ‘স্বাধীন ও সার্বভৌম’ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর রুশ-মার্কিন দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সোমবারই যুক্তরাষ্ট্র রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ অবস্থায় রাশিয়ার একজন সাংবাদিকের পক্ষ থেকে আমেরিকাকে ছাইয়ে পরিণত করার হুমকি এল।
কিসলিয়ভ বলেন, রাশিয়ার পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে ওবামা অত্যন্ত উদ্বিগ্ন, বিশেষ করে ‘পেরিমিটার’ নামে পরিচিত রাশিয়ার ডেড হ্যান্ড সিস্টেমকে মারাত্মক ভয় পায় আমেরিকা। শীতল যুদ্ধের সময় মস্কো এ ব্যবস্থা চালু রেখেছিল। রুশ সাংবাদিক বলেন, “এমনকি শত্রুর আক্রমণের পর যদি আমাদের সব কমান্ড পোস্টের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না-ও হয় তাহলেও এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রগুলোকে নির্ধারিত লক্ষ্যপানে নিক্ষেপ করবে।”
সূত্র: রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন