রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে ভয় দেখানো যাবে না

রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে ভয় দেখানো যাবে না

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,
ভ্যালেন্তিনা ম্যাতভিয়েঙ্কো- ভ্লাদিমির পুতিন
নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষের স্পিকার ও সাবেক উপ-প্রধানমন্ত্রী ভ্যালেন্তিনা ম্যাতভিনেঙ্কো। তিনি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, তিনিসহ রাশিয়া, ক্রিমিয়া ও ইউক্রেনের ১০ শীর্ষ কর্মকর্তার ওপর আরোপিত হোয়াইট হাউজের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা একটি নজিরবিহীন ঘটনা। এমনকি শীতল যুদ্ধের সময়ও মার্কিন সরকার এ ধরনের সিদ্ধান্ত নেয়নি।
ম্যাতভিয়েঙ্কো বলেন, “এটি একটি রাজনৈতিক প্রতারণা...মার্কিন সরকার জানে বিদেশে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পদ নেই।” রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষের স্পিকার বলেন, “আমি সব সময় রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষা করেছি এবং ভবিষ্যতেও করবো। পশ্চিমাদের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কেউ আমাদেরকে ভয় দেখাতে পারবে না।”
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার এক নির্বাহী আদেশে ম্যাভিয়েঙ্কোসহ রাশিয়া, ক্রিমিয়া ও ইউক্রেনের ১১ শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইউক্রেন থেকে ক্রিমিয়ার আলাদা হয়ে যাওয়া ঠেকাতে না পেরে ক্ষুব্ধ ওবামা এ সিদ্ধান্ত নেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ১১ কর্মকর্তার সম্পদ আটকসহ তাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু করা হবে না বলে নির্বাহী আদেশে উল্লেখ করাহয়। রোববার অনুষ্ঠিত গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মার্কিন সরকার ক্ষুব্ধ হয়। সোমবার রাশিয়া ও ইউক্রেনের ২১ শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ।
সূত্র: রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন