ক্রিমিয়ার অন্তর্ভূক্তি অতীত ভুলের সংশোধন: গর্বাচেভ
ক্রিমিয়ার অন্তর্ভূক্তি অতীত ভুলের সংশোধন: গর্বাচেভ
ইউক্রেনের স্বশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভূক্তির উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক সোভিয়েতা নেতা মিখাইল গর্বাচেভ। তিনি বলেছেন, এর ফলে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় মানচিত্র তৈরিতে যে ভুল হয়েছিল তার সংশোধন হবে।
সোভিয়েত ইউনিয়নের পতনের সময়কার প্রেসিডেন্ট গর্বাচেভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “সোভিয়েত আইনের কারণে ক্রিমিয়া এতদিন ইউক্রেনের সঙ্গে থাকতে পেরেছে। ওই আইনে জনগণের কাছে প্রশ্ন না করেই তাদের প্রজাতন্ত্রকে বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্ভূক্ত করা হয়েছিল। কিন্তু ক্রিমিয়ার জনগণ রোববারের গণভোটের মাধ্যমে আইনের সে ত্রুটি সংশোধন করেছে।”
তিনি ক্রিমিয়ার গণভোটকে সেখানকার জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে উল্লেখ করে এর ফলাফল মেনে নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। গর্বাচেভ বলেন, পাশ্চাত্য গণভোটের ফলাফল মেনে নেয়ার পরিবর্তে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তা নিন্দনীয়।
সাবেক সোভিয়েত নেতা বলেন, “নিষেধাজ্ঞা আরোপ করতে হলে জাতিসংঘের অনুমোদন নিতে হয়। এ ছাড়া, গুরুতর অপরাধের শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ক্রিমিয়ার জনগণের ইচ্ছা অনুযায়ী এটিকে রাশিয়ায় অন্তর্ভূক্তি সে ধরনের কোনো অপরাধ নয়।”
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন