ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করতে যাচ্ছেন। ইউক্রেনের স্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার জনগণ এক গণভোটে রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর এ ব্যবস্থা নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
ব্রাজেলসে সোমবার অনুষ্ঠেয় বৈঠকে রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা ও তাদের সম্পদ আটক করার বিষয়টি বিবেচনা করা হবে। এর আগে রাশিয়ার সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তির বিষয়ে আলোচনা স্থগিত করেছে ইইউ। আজকের বৈঠকে রাশিয়ার ঠিক কোন্ কোন্ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা।
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন