ক্রিমিয়ার জনগণের রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে রায়
ক্রিমিয়ার জনগণের রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে রায়
ইউক্রেনের স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার ৯৩% মানুষ রাশিয়ার সঙ্গে ওই উপদ্বীপের একীভূত হয়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে আমেরিকা।
রায়ের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে মস্কোর বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে বলেছেন, ওয়াশিংটন এবং আন্তর্জাতিক সমাজ রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা এবং 'ইউক্রেনের সংবিধান পরিপন্থী' এ গণভোটের ফলাফল কখনোই মেনে নেবে না।
তবে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, ওই টেলিফোন সংলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বায়ত্বশাসিত ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, ক্রিমিয়ায় বসবাসকারী ইউক্রেনের বংশোদ্ভূত নাগরিকরাও গতকাল অনুষ্ঠিত গণভোটে রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে ভোট দিয়েছে।
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন