পাকিস্তান সরকার তালেবানের একটি প্রধান দাবি প্রত্যাখ্যান করেছে

পাকিস্তান সরকার  তালেবানের একটি প্রধান দাবি প্রত্যাখ্যান করেছে

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,ক্রিমিয়া
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
শান্তি আলোচনায় তালেবানের একটি প্রধান দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার।
নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির নেতারা তাদের প্রধান আলোচক মওলানা সামিউল হকের মাধ্যমে সরকারের কাছে ৬০ ব্যক্তির একটি তালিকা হস্তান্তর করে বলেছিল, নিরাপত্তা বাহিনীর হাতে আটক এসব ব্যক্তিকে মুক্তি দিতে হবে। ওই তালিকার বেশিরভাগ মানুষ হচ্ছে নারী ও শিশু।
কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা হেফাজতে তালেবানের কোনো নারী ও শিশু নেই। তালেবান তাদের কথিত নারী ও শিশু বন্দিদের ব্যাপারে শক্ত দলিল দেখাতে পারলে এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।
এর আগে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় তালেবান আলোচক দলের সদস্য অধ্যাপক ইব্রাহিম বলেছিলেন, আটক নারী ও শিশুদের মুক্তি দিয়ে সরকারকে নিজের সদিচ্ছার প্রমাণ দেয়ার আহ্বান জানিয়েছে তালেবান।
 
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, যেসব তালেবান শান্তি প্রক্রিয়ায় অংশ নেবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেন, “আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পথের বাধাগুলো আমরা একের পর এক দূর করার চেষ্টা করছি। যারা এ প্রক্রিয়ার বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।”
সূত্র: রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন