ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে

ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,ক্রিমিয়া
গণভোটের ফল ঘোষিত হওয়ার পর ক্রিমিয়ার জনগণের উল্লাস
ক্রিমিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে রুশ ফেডারেশনে যোগ দেয়ার আবেদন জানিয়েছে। রোববার ইউক্রেনের স্বশাসিত এ উপদ্বীপের জনগণ এক গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর এ আবেদন জানাল ক্রিমিয়া।
ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট আজ সোমবার এক প্রস্তাব পাস করে আরো বলেছে, ওই উপদ্বীপে অবস্থানরত ইউক্রেনের সব সম্পদ জাতীয়করণ করা হবে। বিলে বলা হয়েছে, “ক্রিমিয়া প্রজাতন্ত্র নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করছে এবং এ বিষয়টিকে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘ এবং বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছে।”
ক্রিমিয়ার পার্লামেন্টে অনুমোদিত প্রস্তাবে আরো বলা হয়েছে, “ক্রিমিয়া প্রজাতন্ত্র তাকে রুশ ফেডারেশনের একটি প্রজাতন্ত্র হিসেবে গ্রহণ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছে।” ১০০ আসনবিশিষ্ট আঞ্চলিক পার্লামেন্টে প্রস্তাবটির পক্ষে ৮৫ জন সংসদ সদস্য ভোট দেন।
ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আকসিওনভ এক টুইট বার্তায় বলেছেন, আগামী ৩০ মার্চের প্রথম প্রহর থেকে ক্রিমিয়া প্রজাতন্ত্র রুশ ফেডারেশনে যুক্ত হতে যাচ্ছে।
 
ইউক্রেন সরকার অবশ্য জানিয়েছে, তারা গণভোটের এ ফলাফল মেনে নেবে না। মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এ গণভোটকে অবৈধ ঘোষণা করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। গতমাসের শেষের দিকে পাশ্চাত্যপন্থী অভ্যুত্থানে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হওয়ার পর থেকে রুশপন্থী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ক্রিমিয়া।
সূত্র: রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন