সিন্ধু ও বেলুচিস্তানে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে হরতাল
সিন্ধু ও বেলুচিস্তানে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে হরতাল
পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে সিন্ধু প্রদেশের লারকানা ও জাফারাবাদ জেলায় ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি চলাচল বন্ধ ছিল। বেলুচিস্তানের কয়েকটি এলাকাতেও একই কারণে হরতাল পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সিন্ধু প্রদেশের পুলিশ কর্মকর্তা আনোয়ার লাঘারি আজ (রোববার) বলেছেন, গতরাতে সিন্ধুর লারকানা শহরের ‘জিন্নাহবাগ চক’ এলাকার কাছে কে বা কারা পবিত্র কুরআনে আগুন দিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর শহরব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ খবর দ্রুত আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের কাছেও পৌঁছে যায়।
সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি কুরআন পুড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপর প্রায় দুইশ’ ব্যক্তি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লারাকানা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাফারাবাদ জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে বলেও খবর পাওয়া গেছে।
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন