ক্রিমিয়ায় পাশ্চাত্যের বিরোধিতা উপেক্ষা করে গণভোট হচ্ছে আজ

ক্রিমিয়ায় পাশ্চাত্যের বিরোধিতা উপেক্ষা করে  গণভোট হচ্ছে আজ

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,
রোববারের গণভোটের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন ক্রিমিয়ার নির্বাচনি কর্মকর্তারা
ইউক্রেনের স্বশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়ায় আজ রোববার বহুল আলোচিত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ গণভোটে দু’টি বিষয়ের একটি নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। হয় ইউক্রেনের সঙ্গে থেকে যাও না হয় ইউক্রেন থেকে বেরিয়ে গিয়ে রাশিয়ায় যোগ দাও।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য গোটা প্রজাতন্ত্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রিমিয়ার বেশিরভাগ নাগরিক রুশ বংশোদ্ভূত বলে সেখানে এ গণভোট নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কিন্তু বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সমাজ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এ গণভোটকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে। অন্যদিকে রাশিয়া বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা অনুযায়ী, এ গণভোট সম্পূর্ণ বৈধ। শনিবার এ গণভোটকে অবৈধ ঘোষণা করার লক্ষ্যে আমেরিকার পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।
 
গত ১১ মার্চ ক্রিমিয়ার পার্লামেন্ট ওই প্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণা করে একটি বিল পাস করে। সেইসঙ্গে সেখানে গণভোট আয়োজনের ঘোষণা দেয়। পার্লামেন্টের আইনি অধিকার থাকা সত্ত্বেও রাশিয়ায় যোগ দেয়ার বিষয়টি জনগণের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়া হয়। ক্রিমিয়ার পার্লামেন্টের ওই সিদ্ধান্তকে রাশিয়া স্বাগত জানালেও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ক্ষোভে ফেটে পড়ে।
ইউক্রেনে বর্তমানে পাশ্চাত্যপন্থী সরকার ক্ষমতায় রয়েছে। কিন্তু ক্রিমিয়ার জনগণ পশ্চিমা শাসন মেনে নিতে নারাজ। তাই তারা আজকের গণভোটে রুশ ফেডারেশনে যোগ দেয়ার বিষয়টি অনুমোদন করবে বলেই পর্যবেক্ষকরা মনে করছেন।
সূত্র: রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন