জিহাদ ইসরাইলে ছুঁড়লো ৯০টি রকেট

জিহাদ ইসরাইলে ছুঁড়লো  ৯০টি রকেট

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র,
ফিলিস্তিনের ইসলামী জিহাদের আলকুদস ব্রিগেড বলেছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের জবাবে ইহুদিবাদীদের অবৈধ বসতিগুলো লক্ষ্য করে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে তারা।

সম্প্রতি গাজায় ইসরাইলি হামলায় ইসলামী জিহাদের তিন জন মুজাহিদ শহীদ হওয়ার পর এইসব রকেট নিক্ষেপ করলো জিহাদ। গাজায় ইসরাইলি বিমান হামলার জবাবে জিহাদের রকেট হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী শত্রু আহত এবং ইসরাইলের নানা সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরাইলি সংবাদসূত্রগুলো বলেছে সমগ্র গাজার নানা অঞ্চল থেকে রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলি সশস্ত্র বাহিনী দক্ষিণাঞ্চলের শহরগুলো এবং বিরশেবা ও অ্যাশকেলন শহরের ইহুদিবাদীদের ভূগর্ভস্থ আশ্রয়স্থলে থাকতে বলেছে।

ইসরাইলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আয়রন ডোম জিহাদের কেবল তিনটি রকেট ঠেকিয়ে দিতে পেরেছে বলে দাবি করেছে। জিহাদের যোদ্ধারা অন্তত ৯০ টি রকেট বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে অধিকৃত অঞ্চলে। সংগ্রামী ফিলিস্তিনিরা গত দুই বছরের মধ্যে আর কখনও ইসরাইলে এত বেশি ও জোরালো রকেট হামলা চালায়নি।

এ অবস্থায় ইসরাইলের সশস্ত্র বাহিনীর কমান্ডাররা পরিস্থিতি মোকাবেলার ব্যাপারে জরুরি বৈঠকে মিলিত হয়েছেন।

ফিলিস্তিনিদের তীব্র রকেট হামলার সময় ইহুদিবাদীদের অবৈধ বসতি নেটিভোট, সেদরোত, শায়ের নেগেভ ও অ্যাশকল-এ সাইরেন বেজে উঠে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু রকেট হামলার পর এর কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন