চীনা প্রধানমন্ত্রী: সামান্যতম আশা থাকা পর্যন্ত তল্লাশি চলবে

চীনা প্রধানমন্ত্রী: সামান্যতম আশা থাকা পর্যন্ত তল্লাশি চলবে

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত,
লি কেকিয়াং
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটি খুঁজে পাওয়ার ‘সামান্যতম সম্ভবনা’ থাকা পর্যন্ত তল্লাশি চালিয়ে যাবে তার দেশ। ভিয়েতনাম ও মালয়েশিয়ার স্যাটেলাইট থেকে তোলা এবং চীনের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের ছবি প্রকাশিত হওয়ার পর এ প্রত্যয় ব্যক্ত করলেন কেকিয়াং।

তবে গত রোববার ওই ছবি তোলার পর নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে কোনো বিশালকায় বস্তুর অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে একটি রিপোর্টে বলা হয়েছে, নিখোঁজ বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগের পরও এটি আরো চার ঘন্টা আকাশে উড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ধারণাটি সত্য হলে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের জন্য যেসব এলাকায় তল্লাশি চালানো হচ্ছে তার চেয়ে এটির বহুদূরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

গত শুক্রবার রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের কুয়ালালামপুর-বেইজিং রুটের এমএইচ৩৭০ ফ্লাইটটি নিখোঁজ হয়ে যায়। তখন থেকে এ পর্যন্ত ২৩৯ জন যাত্রিী ও ক্রুবাহী বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের সন্ধানে ব্যর্থ তল্লাশি চলছে। বিমানটির বেশিরভাগ যাত্রী ছিল চীনা নাগরিক।

চীনা পার্লামেন্টের বার্ষিক অধিবেশন শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কেকিয়াং বলেন, এখনই তল্লাশির কাজ বন্ধ করে দেবে না তার দেশ। এ কাজে তিনি চীনকে সার্বিক সহযোগিতা করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন