মুসলিম বিশ্বের জন্য তাকফিরিরা মারাত্মক হুমকি: আল আজহারের অধ্যাপক
মুসলিম বিশ্বের জন্য তাকফিরিরা মারাত্মক হুমকি: আল আজহারের অধ্যাপক
মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মুসলিম উম্মার মধ্যে ইস্পাত কঠিন ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, উগ্র তাকফিরি গোষ্ঠী সমগ্র মুসলিম বিশ্বের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইরান সফরকারী শেইখ তাজউদ্দিন হেলালি ধর্মীয় নগরি কোম শহরে এক সংবাদ সম্মেলনে উগ্র তাকফিরি গোষ্ঠীকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে তুলনা করে বলেছেন, তাদের প্রতিরোধের উপায় খুঁজে বের করার জন্য আমাদের সবাইকে প্রচেষ্টা চালাতে হবে।
আল আজহার বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক ইরানের কোম ও সৌদি আরবের ধর্মীয় গবেষণা কেন্দ্রের আলেমদের মধ্যে আলোচনার পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়ে বলেছেন, আমরা যদি নিজেদেরকে ধার্মীক ও মুসলমান মনে করি তাহলে নির্যাতিত ফিলিস্তিনিদেরকে সমর্থন করা উচিত। তিনি এও বলেন, আমেরিকাসহ পাশ্চাত্যের সমর্থনপুষ্ট আরব সরকারগুলোর অনুসরণ করা আমাদের উচিত হবে না।
মিশরের এ অধ্যাপক উগ্র তাকফিরিদের প্রতিরোধ করার জন্য যত দ্রুত সম্ভব সব মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। তিনি শয়তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাকে যে কোনো ইসলামী বিপ্লবের পূর্বশর্ত হিসেবে অভিহিত করে মুসলমানদের প্রকৃত ইসলামের সঙ্গে পরিচিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন