তালেবানরা নামাজ পড়া অবস্থায় দুই ব্যক্তিকে হত্যা করেছে
তালেবানরা নামাজ পড়া অবস্থায় দুই ব্যক্তিকে হত্যা করেছে
আফগানিস্তানের তালেবানরা সেদেশের উত্তরাঞ্চলীয় জুযজান প্রদেশের একটি মসজিদে নামাজ পড়া অবস্থায় দুই বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ওই প্রদেশের পুলিশ প্রধান এ খবর দিয়ে বলেছেন, ফয়েজ আবাদ এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং নিহতদের মধ্যে একজন ছিলেন শিক্ষক।
এদিকে, তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি ওই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছেন, আফগান পুলিশের সঙ্গে সহযোগিতার কারণে এ দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
অন্যদিকে, জুযজান প্রদেশের অকচে উপশহর থেকে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন