ক্যাথেরিন অ্যাশ্টোনের সফর পরমাণু আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে
ক্যাথেরিন অ্যাশ্টোনের সফর পরমাণু আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোনের সফর ইরানি পরমাণু আলোচনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আহমাদ শোহানি এ কথা বলেছেন।
একইসঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এ সফর প্রভাব ফেলবে। এছাড়া, ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়ী ও সংসদীয় প্রতিনিধিদলের সফরও দু’টি ক্ষেত্রে ভূমিকা রাখবে। ইরান সফরে ইউরোপের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাশ্টোন।শনিবার তিনি তেহরান পৌঁছান এবং ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাকে স্বাগত জানান। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। তবে, ইরানের পরমাণু ইস্যুই হবে তার আলোচনার প্রধান বিষয়বস্তু।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন