ইরান শত্রুর সব ধরনের হুমকি মোকাবেলায় পূর্ণ প্রস্তুত
ইরান শত্রুর সব ধরনের হুমকি মোকাবেলায় পূর্ণ প্রস্তুত
ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)’র কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ আলী জাফারি বলেছেন, শত্রুদের সব ধরনের হুমকি মোকাবেলার জন্য তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে। এক দল আলেমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি আরো বলেছেন, ইরানের বিরুদ্ধে বড় হুমকিগুলোর একটি হলো মনস্তাত্ত্বিক হুমকি। এসব হুমকি মোকাবেলার জন্য আইআরজিসি’র বিভিন্ন বিভাগ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
গত ৩১ ডিসেম্বর আইআরজিসি’র তেহরান ভিত্তিক মোহাম্মদ রাসুলুল্লাহ ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন কাজেমিনি বলেছেন, ইরান হচ্ছে বিশ্বের সাইবারস্পেস ও মনস্তাত্ত্বিক যুদ্ধের ক্ষেত্রে শীর্ষ শক্তি। তিনি বলেন, সাইবার যুদ্ধ কোন সম্মুখ যুদ্ধ নয়। শত্রুরাও এটা উপলব্ধি করতে পেরেছে যে, ইরান সাইবার ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে।
২০১১ সালে ইরান সাইবার প্রতিরক্ষা হেডকোয়ার্টার্স প্রতিষ্ঠা করেছে। সাইবার ক্ষেত্রে সব ধরনের ষড়যন্ত্র ও হুমকি মোকাবেলার ক্ষেত্রে এ প্রতিষ্ঠান ব্যাপক সাফল্য দেখিয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন