ইউক্রেন ইউরোপের সঙ্গে চুক্তিতে সই করতে যাচ্ছে

ইউক্রেন ইউরোপের সঙ্গে চুক্তিতে সই করতে যাচ্ছে

ইউক্রেন, ইউরোপ, দেশচিত্‌সিয়া, ইয়ানুকোভিচ, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
রোববার সাংবাদিকদের ব্রিফিং করেন আন্দ্রে দেশচিত্‌সিয়া
ইউরোপের সঙ্গে যে চুক্তি সই না করায় পশ্চিমা মদদে সৃষ্ট গণআন্দোলনে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হয়েছেন শেষ পর্যন্ত সেই চুক্তিতে সই করতে যাচ্ছে কিয়েভ।

ইউক্রেনের পাশ্চাত্য সমর্থিত অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে দেশচিত্‌সিয়া বলেছেন, আগামী ১৭ অথবা ২১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একীভূত হওয়ার প্রাথমিক চুক্তিতে সই করবে তার দেশ।

আগামী ১৭ মার্চ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এবং ২০ ও ২১ মার্চ ওই ইউনিয়নের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশচিত্‌সিয়া ওই দু’টি সম্মেলনের প্রতি ইঙ্গিত করে চুক্তি সই করার সম্ভাব্য তারিখ হিসেবে ১৭ ও ২১ মার্চের কথা উল্লেখ করেছেন।

ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ঠিক এই চুক্তিটিতে সই না করার কারণে ২০১৩ সালের নভেম্বর মাসে তার সরকারের বিরুদ্ধে বিরোধীদলকে লেলিয়ে দেয় পশ্চিমা দেশগুলো। এর জের ধরে গতমাসে ইয়ানুকোভিচ সরকারের পতন হয়। প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ চেয়েছিলেন রাশিয়ার সঙ্গে তার দেশের ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব রাশিয়াকে কোনঠাসা করে ফেলার যে নীতি নিয়েছে তারই অংশ হিসেবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইয়ানুকোভিচকে সরিয়ে দেয়া হয়।

ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাবেক সোভিয়েত ইউয়িনের শক্তিমত্তা ফিরে পাওয়ার চেষ্টা করছেন। ইউক্রেনের কেন্দ্রীয় সরকার পশ্চিমাদের দখলে চলে যাওয়ায় তিনি দেশটির স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ায় সেনা পাঠিয়ে কার্যত সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেন। ক্রিমিয়ার পার্লামেন্ট রাশিয়ার সঙ্গে একীভূত হয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করে এবং এ ব্যাপারে আগামী ১৬ মার্চ সেখানে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে গণতন্ত্রের প্রবক্তা মার্কিন সরকার। প্রেসিডেন্ট বারাক ওবামা দাবি করেছেন, ক্রিমিয়ার আসন্ন গণভোট আন্তর্জাতিক আইনের পরিপন্থী!
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন