এসএনসি'র একই পদে দুই জন; সিরিয়ার গেরিলা জোটে ভাঙন
এসএনসি'র একই পদে দুই জন; সিরিয়ার গেরিলা জোটে ভাঙন
সিরিয়ার বিদেশি মদদপুষ্ট জাতীয় কোয়ালিশনের (এসএনসি) সামরিক প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল-বাশিরের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার এসএনসি এক বিবৃতিতে বলেছে, জেনারেল সালিম ইদ্রিসের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল-বাশির। নয়া সামরিক প্রধান সিরিয়ার দক্ষিণাঞ্চলে গেরিলাদের সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জেনারেল সালিম ইদ্রিস পদত্যাগ করতে অস্বীকৃতি জানালেও তার বিরোধী পক্ষ বলেছে, ইদ্রিসকে বহিষ্কার করা হয়েছে। কারণ প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় সমস্যা দেখা দিয়েছে। পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় সালিম ইদ্রিসের সঙ্গে বেশ কয়েক জন সামরিক কমান্ডার রয়েছে বলে জানা গেছে। এর ফলে এসএনসির সামরিক প্রধানের পদে কার্যত দুই জন জেনারেল রয়েছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওই জোটের ভেতরে মতবিরোধ চরমে পৌঁছেছে এবং এই জোট আরো কয়েক দফা ভাঙনের মুখে পড়তে পারে।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চলছে। দেশটির সাম্রাজ্যবাদ বিরোধী প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে পাশ্চাত্য ও তাদের আঞ্চলিক মিত্র দেশগুলো সহিংসতায় সহযোগিতা দিচ্ছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, সিরিয়ায় সহিংসতায় এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন