নিখোঁজ বিমানের অনুসন্ধান চলছে

নিখোঁজ বিমানের অনুসন্ধান চলছে

নিখোঁজ বিমানের অনুসন্ধান চলছে

ভিয়েতনাম, মালয়েশিয়া, বিমান, লেফটেন্যান্ট জেনারেল , কুয়ালালামপুর, বেইজিং, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, মার্কিন, নৌবাহিনী, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, ব
মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান (ফাইল ফটো)
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানটি খুঁজে বের করার কাজ করছে পূর্ব এশিয়ার কয়েকটি দেশ।

ভিয়েতনাম বলেছে- তাদের উদ্ধারকারী বিমান সমুদ্রে বিশাল দু’টি তেল ছড়িয়ে পড়ার স্থান চিহ্নিত করেছে। এখন সেখানে তারা উদ্ধারকারী জাহাজ পাঠাচ্ছে। ভিয়েতনামের সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভো ভ্যান রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে এ কথা জানিয়েছেন।

১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে বোয়িং-৭৭৭ বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে শনিবার ভোররাতে নিখোঁজ হয়ে যায়। এর মধ্যে শুধু চীনের যাত্রী ছিল ১৫৩ জন। সারাদিনের খোঁজাখুঁজির পরও বিমানটির নিশ্চিত খোঁজ পাওয়া যায়নি। অবশ্য, এরইমধ্যে খবর বের হয়েছে- দক্ষিণ চীন সাগরে বিমানটি বিধ্স্ত হয়েছে তবে ঠিক কোথায় ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। এরইমধ্যে চীন সরকার বিমানটির খোঁজ পেতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছে। এছাড়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপাইন তল্লাশি বিমান এবং জাহাজ পাঠিয়েছে। সিঙ্গাপুর পাঠিয়েছে একটি সি-১৩০ পরিবহন বিমান। মার্কিন নৌবাহিনীও বিমান পাঠাতে রাজি হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, নিখোঁজ বিমানের খোঁজ পেতে সবকিছু করা হচ্ছে তবে এখনই এ সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া সম্ভব নয়। দীর্ঘ সময় পরও বিমানটির সন্ধান না পাওয়ায় অধৈর্য হয়ে পড়েছে নিখোঁজ আরোহীদের স্বজনরা। আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা জানার জন্য এখন ব্যাকুল তারা। বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন