মার্কিন ডেস্ট্রয়ার আসছে কৃষ্ণ সাগরের দিকে

মার্কিন ডেস্ট্রয়ার আসছে কৃষ্ণ সাগরের দিকে

মার্কিন,  মস্কো , ইউক্রেন, ওয়াশিংটন, বুলগেরিয়া, রুমানিয়া, নৌবাহিনী, আমেরিকা, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকি
ফাইল ফটো
ইউক্রেন সংকটকে কেন্দ্র করে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা সৃষ্টির মাঝে রাশিয়ার কৃষ্ণ সাগরে পাঠানো হয়েছে মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার। তবে, আমেরিকা দাবি করছে- রুটিন মাফিক তারা এ ডেস্ট্রয়ার মোতায়েন করছে।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, গ্রিসের সুডা উপসাগর থেকে ডেস্ট্রয়ার ইউএসএস ট্রুক্সটুন কৃষ্ণ সাগরের দিকে যাত্রা শুরু করেছে এবং সেখানে বুলগেরিয়া ও রুমানিয়ার সঙ্গে যৌথ প্রশিক্ষণ মিশনে অংশ নেবে।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, কৃষ্ণ সাগরে অবস্থানের সময় ইউএসএস ট্রুক্সটুন রুটিন মোতাবেক অন্য কাজের সঙ্গে বন্দর পরিদর্শন করবে এবং এ অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে পূর্ব নির্ধারিত মহড়ায় অংশ নেবে।

যদিও আমেরিকা বলছে- এটা তাদের রুটিন ওয়ার্ক তবে পোল্যান্ডের বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেয়া এবং আরো এফ-১৫ জঙ্গিবিমান পাঠানোর ঘোষণা দেয়ার একদিন পর কৃষ্ণ সাগরে ডেস্ট্রয়ার পাঠানোর কথা জানালো মার্কিন সরকার।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন