আমেরিকা চীনের সামরিক বাজেট নিয়ে উদ্বিগ্ন

আমেরিকা চীনের সামরিক বাজেট নিয়ে উদ্বিগ্ন

আমেরিকা, চীন, ওয়াশিংটন,  ডলার , মার্কিন, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
সম্প্রতি চীনের সামরিক বাজেট বাড়ানোর পরিকল্পনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আমেরিকা। এ রিপোর্ট করেছে, ফরেন পলিসি ম্যাগাজিন। সামরিক খাতে আমেরিকার পর চীনের বাজেট সবচেয়ে বড়।

গতকাল (শুক্রবার) মার্কিন ম্যাগাজিনটি এক প্রবন্ধে ওয়াশিংটনের এ উদ্বেগের কথা উল্লেখ করে। রিপোর্টে শীর্ষস্থানীয় বেশ কিছু মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সামরিক খাতের ব্যয় গোপন রাখায় আমেরিকার এ উদ্বিগ্ন। যদিও, গত সপ্তাহেই চীন তার সামরিক খাতে বাজেট বাড়ানোর কথা ঘোষণা দেয়। ওই ঘোষণায় চীন জানায়, চলতি বছর সামরিক খাতে বাজেট ১২.২ শতাংশ বাড়িয়ে ১৩ হাজার ১১০ কোটি ডলার করা হয়েছে।

এর আগে, গত বছর ২০১২ সালের তুলনায় ১০.৭ শতাংশ বাড়িয়ে সামরিক খাতে বাজেট নির্ধারণ করা হয় ১১ হাজার ৭৭০ কোটি ডলার।

অবশ্য, চীনের ওই রিপোর্ট প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী, গত বছর চীনের এ বাজেট ছিল ২৪ হাজার কোটি ডলার।

চীনে রয়েছে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী। এ বাহিনী কি সিদ্ধান্ত নেয় তার ওপর গভীর দৃষ্টি রাখছেন মার্কিন কর্মকর্তারা। এ বাহিনীর ওপর দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর নিয়ন্ত্রণ নিয়েও মার্কিন কর্মকর্তাদের সন্দেহ রয়েছে বলে উল্লেখ করে ফরেন পলিসি ম্যাগাজিন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন