জাপানের সঙ্গে ভৌগোলিক সীমানা নিয়ে আপোশের সুযোগ নেই
জাপানের সঙ্গে ভৌগোলিক সীমানা নিয়ে আপোশের সুযোগ নেই
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ভৌগোলিক সীমানা এবং ইতিহাস নিয়ে তার দেশের সঙ্গে জাপানের আপোশরফার কোনো সুযোগ নেই। জাপানের হাত থেকে চীন তার প্রতি ইঞ্চি জমি রক্ষা করবে বলেও ঘোষণা করেন তিনি।
আজ (শনিবার) চীনা সংসদের বার্ষিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের এ সব কথা বলেন ওয়াং ই।
চীনের সঙ্গে জাপানের সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে চীনা ভূখণ্ডের অংশবিশেষ দখল করে নিয়েছিল জাপান এবং এ জন্য কখনোই অনুতপ্ত হয়নি দেশটি। জাপানের এ ব্যর্থতা বেইজিং-টোকিও সম্পর্ককে তিক্ত করে রেখেছে।
বেইজিংয়ের অতীত ক্ষোভ বেড়ে গেছে পূর্ব চীন সাগরের বসতিহীন দ্বীপপুঞ্জ দিয়াইউ বা সেনকাকুকে কেন্দ্র করে। গত ১৮ মাস ধরে ওই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে চীনের টানাপড়েন চলছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী আজ আরো বলেছেন, জাপান যদি নিজেদের অতীত অবস্থান থেকে সরে আসে তবেই কেবল বর্তমান অচলাবস্থার অবসান হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন