সেনা সভার সিদ্ধান্ত: তালেবান বিরোধী বিমান হামলা অব্যাহত থাকবে

সেনা সভার সিদ্ধান্ত: তালেবান বিরোধী বিমান হামলা অব্যাহত থাকবে

বিমান, তেহরিকে তালেবান , তালেবান, কমান্ডার, তেহরান , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাক সেনা কর্মকর্তারা। দেশটির সামরিক বাহিনীর কোর কমান্ডারদের আজকের (শুক্রবার) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সভাপতিত্বে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেনারেলদের এ সভায় পরিষ্কার করে বলা হয়- তালেবানরা যদি ভবিষ্যতে সামরিক বাহিনীর ওপর হামলায় চালায় তাহলে তালেবান আস্তানায় বিমান হামলা চলবে। সম্প্রতি উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় যেসব বিমান হামলা হয়েছে আজকের সভায় তা পর্যালোচনা করা হয়। সন্ত্রাসী হামলার জবাবে সফলভাবে বিমান হামলা চালানোর জন্য বৈঠকে কোর কমান্ডারদের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।

বৈঠকের সঙ্গে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, আজকের সভায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক বাহিনীর পেশাদারিত্বের নানা দিক নিয়েও আলোচনা হয়। এছাড়া, তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার জন্য সরকারি কমিটির জন্য সেনা প্রতিনিধি মনোনয়নের বিষয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন