তালেবান মধ্যস্থতাকারীরা পাক সেনাবাহিনীর অন্তর্ভূক্তির বিরোধী নন

তালেবান মধ্যস্থতাকারীরা পাক সেনাবাহিনীর অন্তর্ভূক্তির বিরোধী নন

তালেবান, সেনাবাহিনী, ইব্রাহিম, গোয়েন্দা, পাকিস্তান, তেহরান, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহা
পাকিস্তানে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের পক্ষে মধ্যস্থতাকারীরা বলেছেন, তারা এ আলোচনায় সেনাবাহিনীর অন্তর্ভূক্তির বিরোধী নন।

তালেবান মধ্যস্থতাকারী কমিটির সদস্য অধ্যাপক ইব্রাহিম খান আজ বলেছেন, “আমরা আলোচনায় সেনাবাহিনীর অংশগ্রহণ চাইনি। কিন্তু সরকার যদি তা চায় তাহলে আমরা তার বিরোধিতা করব না।”

একইসঙ্গে শান্তি আলোচনায় সরকারি কমিটিকেও একহাত নিয়েছেন ইব্রাহিম খান। তিনি বলেছেন, “তারা যখন বুঝতে পেরেছে তাদের সিদ্ধান্ত নেয়ার কোনো ক্ষমতা নেই তখন তারা একটি শক্তিশালী কমিটি গঠনের প্রস্তাব করেছে।”

তালেবানের পক্ষের এ শান্তি আলোচক বলেন, কেউ কেউ মনে করছেন, শক্তিশালী প্রতিষ্ঠান আলোচনাকে ফলপ্রসু করতে পারে। কিন্তু সরকারি কমিটি তালেবানকে ইসলামাবাদের আদালতে বোমা হামলার নিন্দা জানানোর যে আহ্বান জানিয়েছে তা সমস্যা সমাধানের সঠিক পথ নয়। তিনি দাবি করেন, যারা সংবিধান লঙ্ঘন করছেন তারা সংবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাবেন- এটি ঠিক নয়। ইব্রাহিম খান তালেবান সংকট সমাধানের জন্য পাকিস্তানের সেনাপ্রধান ও সেনা গোয়েন্দা সংস্থা- আইএসআই প্রধানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন